পুরানো ঢাকার রাসায়নিকের গুদামসমূহ বিএসইসি’র মালিকানাধীন গাজীপুর জেলার টঙ্গী শিল্প এলাকার কাঁঠালদিয়া মৌজায় ৬ (ছয়) একর জমিতে স্থানান্তরের নিমিত্ত একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) গত ১৮ জুন ২০১৯ তারিখ অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয়। জুলাই’২০১৯ হতে ডিসেম্বর ’ ২০২০ প্রকল্প বাস্তবায়ন কাল এবং ৯১৭৪.৪৬ লক্ষ টাকা প্রকল্প ব্যয় অনুমোদন দেয়া হয়। প্রকল্পটির মূল উদ্দেশ্য হল জনগনের নিরাপত্তার স্বার্থে পুরানো ঢাকায় ঝুঁকিপূর্ণভাবে সংরক্ষিত রাসায়নিক পদার্থসমূহ নিরাপদ স্থানান্তর ও আপদকালিন সময়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিভিন্ন দাহ্য ও উদ্বায়ী পদার্থের নিরাপদ সংরক্ষণ। অনুমোদিত ডিপিপি’তে ৩৫'×৩৫'×১৫' আকারের ৫৩ (তিপান্ন) টি গুদাম ও গুদাম সংশ্লিষ্টদের জন্য ৭২'×৩৬' আকারের তিন তলা বিশিষ্ট ২টি অফিস নির্মাণ,বিএসইসি’র ব্যবহারের জন্য ৫০'×৩৫' আকারের একটি অফিস ভবন, ১টি মসজিদ, ১ লক্ষ গ্যালন ধারন ক্ষমতা সম্পন্ন ওভারহেড পানির ট্যাংক , ১ লক্ষ গ্যালন ধারন ক্ষমতা সম্পন্ন আন্ডারগ্রাউন্ড পানির ট্যাংক, ইটিপি স্থাপন, বৈদ্যুতিক সরঞ্জামাদি(সাবস্টেশন, ট্রান্সফরমার, জেনারেটর),সিসি ক্যামেরা ও অনলাইন মনিটরিং সিস্টেম, স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপন ব্যবস্থা, ড্রেন, রাস্তা, বাউন্ডারী ওয়ালসহ আনুসাঙ্গিক কাজ জরুরী ভিত্তিতে করার পরিকল্পনা আছে।